Image description

পাকিস্তান জুড়ে বিরাজ করছে ভয়াবহ অস্থিরতা। দেশটি ইতিহাসের সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে। এরই মধ্যে দেশটিতে ইমরান খানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ।

এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আরো ৩ জন আহত হয়েছেন।

আহতদের শহরের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গ্রাম সমপরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে পুলিশ।

পেশোয়ার পুলিশের জেষ্ঠ্য সুপারিন্টেডেন্ট হারুদ রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, 'যে ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটেছে সেটি পেশোয়ারের পেশাতাকারা পুলিশ স্টেশনের এক্তিয়ারভুক্ত। এমন বিস্ফোরণের দায় এখনো কোনো জঙ্গি সংগঠন নেয়নি।'

তিনি জানান, 'অবশ্য এটি এখনও স্পষ্ট নয় যে ওই মোটরসাইকেল ওয়ার্কশপে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল না কি বোমা প্রস্তুতের সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়েছে। তবে বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন আছে।' সম্পূর্ণ তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। গত বছর নভেম্বরে সঙ্গে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয় টিটিপি'র। তারপর আর নবায়ন করা হয়নি সেটি।

মানবকণ্ঠ/এফআই