ইমরান খানকে গ্রেপ্তার ইস্যূতে সমর্থকদের কঠিন প্রতিরোধ


  • অনলাইন ডেস্ক
  • ১৫ মার্চ ২০২৩, ১৫:৪৩

টানা দু’দিন চেষ্টা করেও ইমরান খানকে গ্রেপ্তার করতে পারেনি পাকিস্তানি পুলিশ ও রেঞ্জার্সের যৌথ দল। সমর্থকদের বাধার দেওয়াল ভাঙতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত পিছু হটেছে নিরাপত্তা বাহিনী। এর পরপরই উল্লাসে মেতে ওঠেন পিটিআইয়ের নেতা-কর্মীরা।

বুধবার (১৫ মার্চ) দুপুরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ইমরান খানের জামান পার্কের বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরে যাওয়ার পর পিটিআই কর্মীদের বাঁধভাঙা উল্লাস দেখা গেছে।

এর আগে, বুধবার সকালে পুলিশ ও রেঞ্জার্সদের যৌথ দল সাঁজোয়া যান নিয়ে আরও আক্রমণাত্মকভাবে ইমরান খানের বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু পিটিআই কর্মীদের প্রবল বাধার মুখে ব্যর্থ হয় তারা। বাঁধে তুমুল সংঘর্ষ। এ সময় পিটিআই কর্মীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান-টিয়ারগ্যাসের পাশাপাশি পুলিশ গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ইমরান খানের জামান পার্কের বাড়ির কাছ থেকে পিছু হটেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটিকে বিজয় হিসেবে ধরে নিয়ে উৎসবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা।

মানবকণ্ঠ/এফআই


poisha bazar