ট্রাম্পের গলফ কোর্সে টুর্নামেন্ট বাতিল


- অনলাইন ডেস্ক
- ১১ জানুয়ারি ২০২১, ১৮:২০
আগামী বছরের পিজিএ চ্যাম্পিয়নশিপ হচ্ছে না যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সে। গত সপ্তাহে ওয়াশিংটনে অবস্থিত ক্যাপিটল হিল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা-পিজিএ।
রোববার রাতে আনুষ্ঠানিক এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন আমেরিকান পিজিএ প্রেসিডেন্ট জিম রিচার্ডসন।
তিনি বলেন, ‘আমাদের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পিজিএ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি ট্রাম্পের গলফ কোর্সে অনুষ্ঠিত হবে না। এ সংক্রান্ত সব পরিকল্পনা বাতিল করা হয়েছে।’
পিজিএ টুর্নামেন্ট পেশাদারি গলফ খেলার অন্যতম বৃহত্ আসর। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা ৪টি শীর্ষ গলফ টুর্নামেন্টের এটি একটি। ট্রাম্পের গলফ কোর্সে টুর্নামেন্ট বাতিল প্রসঙ্গে রিচার্ডসন বলেন, ‘পিজিএ অব আমেরিকা ব্র্যান্ডের জন্য ট্রাম্পের গলফ কোর্স ব্যবহার করা হবে ক্ষতিকারক। এর ফলে পিজিএর অন্যান্য কার্যক্রম ক্ষতির মুখে পড়বে।’
তবে পিজিএর নেয়া এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ট্রাম্প অর্গানাইজেশন। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই পদক্ষেপ চুক্তি লঙ্ঘন করবে। তাদের চুক্তি ভঙের কোনো অধিকার নেই।’
