
২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন ১১ বছরের বিরতি শেষে আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে। লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বে লা রোহা ধাপে ধাপে উঠে বিশ্বের নম্বর ওয়ান দল হিসেবে স্বীকৃতি পেল।
সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী:
স্পেন: ১,৮৭৫.৩৭ পয়েন্ট
ফ্রান্স: ১,৮৭০.৯২ পয়েন্ট
আর্জেন্টিনা: ১,৮৭০.৩২ পয়েন্ট
লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দুই বছর ধরে শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের কারণে শীর্ষ ধরে রাখতে পারেনি।
স্পেনের সাম্প্রতিক জয়গুলো, বিশেষ করে ইউক্রেন ও আইসল্যান্ডের বিরুদ্ধে, র্যাঙ্কিংয়ে উল্লম্ফনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে দায়িত্ব নেওয়া লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বে স্পেন দশম স্থান থেকে সরাসরি শীর্ষে উঠে এসেছে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল:
১. স্পেন – ১,৮৭৫.৩৭
২. ফ্রান্স – ১,৮৭০.৯২
৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
১০. ইতালি – ১,৭১০.০৭
১১ বছর পর শীর্ষে ফেরা কি স্পেনের **নতুন সোনালি যুগের সূচনা**, নাকি সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা ফ্রান্স ও আর্জেন্টিনা আবারও শীর্ষে ফিরে যাবে—এটি সময়ই দেখাবে।
Comments