Image description

রাজনৈতিক বৈরিতার জেরে বাতিল হয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রোববার ইংল্যান্ডের এজবাস্টনে রাত সাড়ে ৯টায় দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, নিরাপত্তা শঙ্কার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়ে এই ম্যাচে। ঘটনার জেরে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেক সমর্থক। এমন পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ ও মানসিক অস্থিরতার কথা জানিয়ে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং ও শিখর ধাওয়ান।

এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির টেলিভিশন মন্তব্য ঘিরেও বিতর্ক ছড়ায়। তিনি সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীরে একটি পটকাও ফাটলে পাকিস্তানকে দায়ী করা হয়। অথচ সেখানে ভারতের আট লাখ সেনা নিয়োজিত। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় তাদের সেনাবাহিনী অকেজো।

এই মন্তব্যের জবাবে ভারতীয় সাবেক ওপেনার শিখর ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কার্গিলেও তোমাদের হারিয়েছিলাম। আমাদের সেনাদের নিয়ে আমরা গর্বিত। উল্টোপাল্টা মন্তব্য না করে নিজের দেশের জন্য কিছু করো। 

পরবর্তীতে আফ্রিদিও পাল্টা প্রতিক্রিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছেন, ক্যাপশনে লেখেন, জয়-পরাজয় ভুলে যাও, আসো মাকে চা পরিবেশন করি।

এমন উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ম্যাচটি বাতিলের ঘোষণা দেয়। তারা জানায়, আমরা সবসময় ক্রিকেটকে ভালোবাসার চোখে দেখি। ক্রিকেটভক্তদের আনন্দ দেয়াই আমাদের মূল লক্ষ্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। আমরা কারও অনুভূতিতে আঘাত করার জন্য দুঃখিত এবং প্রত্যাশা করি সবাই আমাদের সিদ্ধান্তের কারণ বুঝবেন।

উল্লেখ্য, ১৮ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে আছেন যুবরাজ সিং এবং পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে। ছয় জাতির এই আসরে অংশ নিচ্ছেন শুধুমাত্র সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা।

তবে এই ঘটনার পর লেজেন্ড চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কি না, তা এখনো অনিশ্চিত।