Image description

সম্প্রতি চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’ মঞ্চে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। এতে জল্পনা সৃষ্টি হয়েছিল যে, তিনি রাজনীতিতে নামতে পারেন। তবে দেশের জাতীয় দৈনিকে একটি বিশেষ সাক্ষাৎকারে রাজনীতিতে নাম লেখানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম। বরং সংগঠক হিসেবেই ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

তামিম বলেন, 'আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তাই বলে আমি রাজনীতিকে খারাপভাবে দেখি না। একজন সংগঠক বা ক্রিকেটারকে যেমন সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ হতে হয়, তেমনি একজন রাজনীতিবিদকেও রাজনীতিতে প্রজ্ঞাবান হতে হয়। আমার রাজনীতিতে আসার সুযোগ ছিল, কিন্তু সম্পৃক্ত হওয়ার তাগিদ বোধ করিনি। আমার ওই রাজনৈতিক যোগ্যতা নেই।’ 

গত ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছিলেন তামিম। তবে বাঁহাতি এই ওপেনার উল্লেখ করেছেন, চট্টগ্রামে তিনি ক্রীড়াবিদ হিসেবে আমন্ত্রণ পেয়ে স্টেজে যোগ দিয়েছিলেন, রাজনীতিবিদ হিসেবে নয়।

এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আমাকে আমন্ত্রণ করা হয়েছিল একজন ক্রীড়াবিদ হিসেবে, চট্টগ্রামের স্পোর্টস নিয়ে কথা বলার জন্য। আমি বক্তব্য দেওয়ার শুরুতেই বলেছিলাম, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমার বক্তব্যের পুরোটা জুড়ে তাই ছিল খেলা। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না।'

দেশের পটপরিবর্তনের পর বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠকদের অনুষ্ঠানেও তামিমকে দেখা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেন, 'ওখানে রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা বেশি ছিলেন। যে কমিটি হয়েছে, দেখবেন সেখানে আমার নাম নেই। ক্লাব ক্রিকেট নিয়ে একটা কমিটি হতে পারে, সেখানে আমি থাকতেও পারি, নাও পারি। সুবিধা-অসুবিধা দুটোই ভাবছি।'

তিনি স্পষ্টভাবেই জানান, ক্রীড়া উন্নয়নে রাজনীতিকদের মাঝে স্পোর্টস বিশেষজ্ঞদের নিয়োগ হওয়া উচিত। ‘আমি আশা করব, দেশের স্পোর্টসের স্বার্থে এমন রাজনৈতিক নেতা আসবেন, যিনি দেশের স্পোর্টসের স্বার্থে ক্রীড়াবিদদের বেছে নেবেন। স্পোর্টসের উন্নয়নে সঠিক মানুষ খুঁজে বের করবেন। আমি বলব না, আমিই সেই সঠিক মানুষ। তারা যাঁকে সঠিক মনে করবেন, তাঁকে খুঁজে নেবেন। আমি ওটার জন্য অপেক্ষা করব।' 

তবে ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না জানতে চাইলে, তামিম বলেন- ‘এটি বলা কঠিন। ২০ বছর পরে গিয়ে কী হবে, কেউ বলতে পারে না। তবে এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। আমি এখন রাজনীতি করি না, তাই কোনো নির্দিষ্ট দলের কথা বলব না। আমার কাছে মনে হয়, যারাই আসুক, তারা স্পোর্টসের লোকদের দিয়ে স্পোর্টস পরিচালনা করবেন।’