Image description

ফাইনালের আগে রেফারি ইস্যুতে ম্যাচের উত্তাপ ছিল চরমে। রেফারি রিকোর্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিএআর রেফারি গনসালেস ফুয়ের্তেসকে নিয়ে আপত্তি জানিয়ে ম্যাচের আগে অনুশীলন, সংবাদ সংবাদ সম্মেলনসহ অন্যান্য সব আনুষ্ঠানিকতা বয়কট করে প্রতিবাদ জানিয়েছিল রেয়াল মাদ্রিদ।

এমনকি দাবি জানিয়েছিল রেফারি বদলানোরও। লস ব্ল্যাঙ্কোদের সে আবেদনে সাড়া দেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। 

উত্তেজনার পারদ শীর্ষে নিয়ে মাঠে গড়ানো কোপা দেল রে-র শিরোপা নির্ধারণী ম্যাচটাও হয়েছে আগুনে। প্রথমার্ধে পেদ্রির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে আর চুয়ামেনির গোলে ম্যাচের নাটাই নিজেদের হাতে নেয় মাদ্রিদ। তবে শেষদিকে ফেরান তোরেসের গোলে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

অতিরিক্ত সময়ে মাদ্রিদের ভুলের সুযোগ নিয়ে দারুণ এক গোল করেন জুলস কুন্দে। তাতে ঘটনাবহুল ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতে নেয় বার্সেলোনা। কোপা দেল রেতে এটি বার্সার রেকর্ড ৩২তম শিরোপা!