Image description

চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ সন্দেহে রিপোর্ট হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাত দিনের মধ্যে টেস্ট দিতে হবে সানিকে। বিপিএল ফাইনাল শেষে টেস্ট দেওয়ার সুযোগ পাবেন তিনি।

বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু চিটাগাং কিংসে কাজ করায় এখনই টেস্ট দিতে পারছেন না। বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত বিসিবির। 

লিগের শেষ ম্যাচে রিপোর্ট করা হয় বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে। চিটাগাংয়ের আরেক স্পিনার আলিস আল ইসলামের অ্যাকশনও সন্দেহের তালিকায় ছিল। তার দলের অ্যানালিস্ট নাসু দ্রুত পরীক্ষা নিয়ে ত্রুটিমুক্ত ঘোষণা করায় সমালোচনা হয়েছে। 

সানির ক্ষেত্রে এই অভিযোগ এড়াতে সময় নিচ্ছে বোর্ড। যে কারণে সোমবার ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পেরেছেন সানি। তিনি ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের বাছাই রাউন্ড খেলে দেশে ফিরেছিলেন।

মানবকণ্ঠ/আরআই