Image description

স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াই জমিয়ে দিল বার্সেলোনা। আলাভেসকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। বাসার্র তারকা খেলোয়াড় রবার্ত লেভানডফস্কির আইকনিক গোলে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় কাতালুনিয়ার ক্লাবটি।

শনিবার এস্পানলের বিপক্ষে ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। আর সেই সুযোগ সুদে আসলে নিল বার্সা। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। যেখানে দুইয়ে থাকা অ্যাতলেটিকোর ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে বার্সা।

রোববার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শুরুতে ছন্দ হারায় বার্সা। তাতে অনেক সুযোগ মিস করে দলটি। তবে শেষ পর্যন্ত লেওয়ানডস্কির গোল দিয়ে না পাওয়ার হতাশাকে বিদায় করে জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপার অন্যতম দাবিদাররা। বিপরীতে প্রথমার্ধে কোনো সুযোগ তৈরি করতে না পারা আলাভেস দ্বিতীয়ার্ধে কয়েকবার আক্রমণে গিয়েছিল, যদিও তাতে সমতা ফেরাতে পারেনি দলটি।

মানবকণ্ঠ/আরআই