বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন জার্মান ক্লাব স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ফলাফল দেখে মনে হতে পারে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিয়াল। তবে, গোলের সংখ্যার মতো কর্তৃত্ব করে ম্যাচটা জিততে পারেনি রিয়াল। শুরুতেই রিয়ালের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে জার্মান ক্লাবটি।
প্রথমার্ধে গোল শূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। যদিও সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল জার্মান ক্লাব স্টুটগার্ট। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ৪৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটি প্রথম গোল তার।
কিন্তু ওই গোলের পুরো অবদান রদ্রিগোর। নিজেদের বক্স থেকে লম্বা করে পাস দেন অঁরেলিন চুয়ামেনি। রদ্রিগো দৌঁড়ে তা ধরে বক্সে ঢুকে যান। গোলে শট নিতে পারতেন। কিন্তু গোল নিশ্চিত করতে বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো এমবাপ্পেকে। সহজ সুযোগ মিস করেননি ফ্রান্স স্ট্রাইকার।
ওই গোল ৬৮ মিনিটে শোধ করে দেয় স্টুটগার্ট। ম্যাচও নিয়ন্ত্রণ করতে থাকে। রিয়ালের মাঠ থেকে যেন জিতে ফেরার তাড়না পেয়ে বসে। কিন্তু ৮৩ মিনিটে বদলি নামা লুকা মডরিচের কর্নার কিক থেকে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন লস ব্লাঙ্কোস ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।
ম্যাচের শেষ মিনিটে বদলি নেমে গোল করেন এনড্রিক। ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার মাঠের মাঝ থেকে বল পেয়ে টেনে আনেন। দুই পাশে ভিনিসিয়াস ও এমবাপ্পে থাকলেও বল পাস না দিয়ে বেশ দূর থেকে শট নেন তিনি। গোলরক্ষক বলের লাইনে থাকলেও শটের গতির কাছে হার মানেন। ব্রাজিলের তরুণ শুধু চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল করেননি, রিয়াল ইতিহাসের সবচেয়ে কনিষ্ট ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েছেন।
অবশেষে, দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে রিয়াল পেলো শুভসূচনা। এদিন বল দখলের লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল স্টুটগার্ট (৫২ শতাংশ)। গোলে শট নেওয়ায়ও রিয়ালকে (৮টি) টক্কর দিয়েছে দলটি (৭টি)।
মানবকণ্ঠ/এফআই
Comments