বাংলাদেশের জাতীয় দলে উপস্থিতি নেই তামিমের। তবে স্কোয়াডে নাম না থাকলেও প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে হাজির হয়ে গেছেন তামিম। এই সিরিজে যে ধারাভাষ্যকার হিসেবে থাকতে হচ্ছে তাকে!
ধারাভাষ্যে তামিমকে এবারই প্রথম দেখা যাচ্ছে না। গেল বছর ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন, সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম। এরও আগে ২০২২ বিপিএলে তাকে প্রথমবারের ধারাভাষ্য দিতে দেখা যায়।
এবার তিনি ভারত-বাংলাদেশ সিরিজের ম্যাচে ধারাভাষ্য দেবেন। তবে এবার তার জন্য আরও একটা প্রথম অপেক্ষা করছে। দেশের বাইরে কোনো আন্তর্জাতিক সিরিজে এবারই প্রথম ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি।
ফিটনেসের কারণে অনেক দিন ধরেই তামিম ইকবাল জাতীয় দলে নেই। গেল বছর সেপ্টেম্বরে তামিম সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তার আগে গেল বছরের এপ্রিলে খেলেছিলেন সবশেষ টেস্টটা। জাতীয় দলে ফিরবেন কি না, এ বিষয়ে এখনও পরিষ্কার জানা যায়নি কোনো পক্ষ থেকেই। এরই মধ্যে তিনি সময়টা কাজে লাগাচ্ছেন ধারাভাষ্যে।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments