বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে সাফল্য অব্যাহত রাখার বার্তা ক্রীড়া উপদেষ্টার
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ধবলধোলাই করে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুটি টেস্টেই শান্তবাহিনী খেলেছে আধিপত্য বিস্তার করে। দলও পেয়েছে এর সুফল, নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম টেস্টে ১০ উইকেটে পাওয়া জয়ের পর দ্বিতীয় টেস্টে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ছয় উইকেটে। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি জানান, এই জয় জনগণকে স্বস্তি এনে দেবে।
আসিফ মাহমুদ বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে ক্রীড়াঙ্গন থেকে সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টেই জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। এই সিরিজ জয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড়সহ কোচ ও অফিসিয়ালদের অভিনন্দও ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে এমন খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে আরও সুখবর পেতে চাই।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, ‘দুর্নীতি ও রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশাকরি, ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের ধারা অব্যাহত থাকবে।’
মানবকণ্ঠ/আরএইচটি
Comments