Image description

প্যারিসের প্রাণকেন্দ্র সিন নদীতে আজ শুরু হওয়ার কথা ছিল ট্রায়াথলন সাঁতারের। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও তা এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। নদীর পানির দূষণের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় অলিম্পিকসের ছেলেদের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়েছে। 

প্যারিস অলিম্পিকস ও ওয়ার্ল্ড ট্রায়াথলন মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। এর আগে পানি দূষণের কারণে দুইদিনের অনুশীলনও বাতিল করা হয়েছিল। 

সাঁতার, সাইক্লিং ও দৌড়-এই তিনটির লড়াই মিলে হয় ট্রায়াথলন। বিভিন্ন প্রতিযোগিতায় দূরত্ব থাকে ভিন্ন। অলিম্পিকসের ট্রায়াথলনে সাঁদার থাকে দেড় কিলোমিটার, এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে প্যারিস অলিম্পিকের আয়োজক ও ওয়ার্ল্ড ট্রায়াথলন, “গত কয়েক ঘণ্টায় পানির মানের উন্নতি হলেও সাঁতারের পথের কোনো কোনো জায়গার দূষণের মাত্রা এখনও গ্রহণযোগ্য সীমায় নেই। প্যারিস ২০২৪ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন জোর দিয়ে পুনরাবৃত্তি করছে যে, অ্যাথলেটদের স্বাস্থ্যই আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য পাবে।”

বিবৃতিতে জানানো হয়, পানির দূষণের মাত্রা কমলে বুধবার সকাল পৌনে ১১টায় লড়াই শুরু হবে। এর আগে সকাল ৮টায় আছে মেয়েদের ট্রায়াথলন।

বুধবারও পানির অবস্থার উন্নতি না হলে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্টই চলে যাবে শুক্রবারে, আকস্মিক কোনো কিছুর জন্য যে দিনটিকে রিজার্ভ রাখা হয়েছে।

শুক্রবারও যদি পানি দূষিত থাকে, তাহলে সাঁতার পুরোপুরিই বাদ দিয়ে সাইক্লিং ও দৌড় থেকেই বিজয়ী নির্ধারিত হবে।

আগামী সোমবার মিক্সড ট্রায়াথলন ইভেন্টের সাঁতারও হওয়ার কথা এখানে। সেটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন।

সেন নদীর দূষণ নিয়ে আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকেই। প্যারিস অলিম্পিকসের জন্য নদীর বর্জ্য জল পরিকাঠামোর পেছনে ১৪০ কোটি ইউরো খরচ করা হয়েছে। প্যারিসের মেয়র ৬৫ বছর বয়সী আন ইদালগো নিজে এখানে সাঁতার কেটে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

তবে শঙ্কাটা ছিলই। বিশেষ করে, ট্রায়াথলনের দিনে পানি কতটা উপযুক্ত থাকবে, সেই অনিশ্চয়তা সবসময়ই ছিল। কারণ পানির দূষনের মাত্রা একেক দিনে থাকে একেকরকম। বৃষ্টি হলে নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও প্রবলভাবে বাড়ে।

মানবকণ্ঠ/এআই