Image description

শ্রীলঙ্কায় চলছে নারী এশিয়া কাপ। সেমিফাইনালে যাওয়ার জন্য আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।

বুধবার (২৪ জুলাই) ডাম্বুলায় ডু অর ডাই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, ঋতু মণি, রুমানা আহমেদ, নিগার সুলতানা (অধিনায়ক), রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, সাবিকুন নাহার ও জাহানারা আলম।

মালয়েশিয়া একাদশ: উইনিফ্রেড ডুরাইসিংগাম (অধিনায়ক), ওয়ান জুলিয়া, এলসা হান্টার, নূর আয়েশা, ইজ্জাতি ইসমাইল, আইন্না হামিজা হাশিম, আয়না নাজওয়া, ঐসিয়া এলিসা, সুবিকা মনিভানান, নূর ইজ্জতুল সাইফিকা এবং ইরদিনা বেহ নাবিল।


মানবকণ্ঠ/এফআই