Image description

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হার পোড়াচ্ছে সবাইকে। কারণ জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে ফিরেছে টিম টাইগার্স। এ নিয়ে সবার ন্যায় আক্ষেপে পুড়ছেন তাওহিদ হৃদয়, যার কাঠগড়ায় আম্পায়ারিং। হারের পর আম্পায়ারিং নিয়ে সমালোচনা করেছেন তরুণ এই টাইগার ব্যাটার। তার মতে, ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে তাদের।

সোমবার (১১ জুন) রান তাড়ায় ১৭তম ওভারে ওটেনিল বার্টম্যানের একটি মাহমুদউল্লাহর প্যাডে আঘাত করে এবং ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়িয়ে যায়। দক্ষিন আফ্রিকা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে সিদ্ধান্ত বদল হয় কিন্তু যেহেতু অন-ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন, তাই তখনই বলটি ‘ডেড’ বলে বিবেচিত হয়।

তাই রিভিউ নিয়ে বেঁচে গেলেও সেই ৪ রান যোগ হয়নি বাংলাদেশের খাতায়। শেষ পর্যন্ত ৪ চারেই হারে টিম টাইগার্স। আম্পায়ারের সমালোচনা করে হৃদয় বলেছেন, ‘সত্যি কথা বলতে কি, এমন টানটান ম্যাচে এটা আমাদের জন্য ভালো সিদ্ধান্ত ছিল না। আম্পায়ার সেটা আউট দিয়েছিলেন যা আমাদের জন্য বেশ কঠিন ছিল। এই চার রান ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারত।’

হৃদয় আরও বলেছেন, ‘নিয়ম আমার হাতে নেই। সেই সময়ে সেই চারটি রান সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়াররা কল করতে পারেন এবং তারাও মানুষ, ভুল করতে পারেন। তারা বেশ কয়েকটি ওয়াইড দেয়নি। এমন একটি লো স্কোরিং ম্যাচে চার রান বা দুই ওয়াইড না পাওয়া এবং রিভিউয়ে আম্পায়ার করে আমাকে আউট দেওয়া... অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

মানবকণ্ঠ/আরএইচটি