Image description

জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের বিশ্লেষণে এবারের বিশ্বকাপে আলো ছড়াবেন বাংলাদেশের ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ।

হার্শার মতে সাকিব আল হাসান ও লিটন দাসের বাইরে শান্ত-মিরাজ হতে পারেন বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। তিনি বলেন, 'সাকিব আল হাসানের খেলা দেখতে আমার ভালো লাগে। মাঠের বাইরে সে টেম্পারমেন্টাল। কিন্তু মাঠের ভেতরে নিখুঁত।  সে গত বিশ্বকাপে ছয়শোর বেশি রান করেছে। তবে বাংলাদেশকে যদি ভালো করতে হয় সাকিবের বাইরেও অনেক পারফরম্যান্স লাগবে।'  

জনপ্রিয় এই ধারাভাষ্যকার আরও বলেন, 'সাকিবের বাইরে কারা আছে? আমি লিটন দাসের বড় ভক্ত, মুশফিকুর রহিম আছে অনেকদিন ধরে। কিন্তু আমি বেছে নিব অন্য দুজনকে। খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক এখন শান্ত। সে ওপেন করুক বা তিনে খেলুক সে খেলাটাকে টেনে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় যেমন এসে আলো ছড়িয়েই আবার নিভে যায় শান্ত বরং ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের কাছ থেকে চাপটা নিতে পারছে।'

এরপর মিরাজের প্রশংসা করে তিনি বলেন, 'আমি আরেকজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী হাসান মিরাজ। আমি তাকে প্রথমে টেস্ট ম্যাচে দেখেছি। একদম জুতসই টেস্ট ম্যাচ অফ স্পিনার। তাকে আমরা এখন দারুণ সব ইনিংস খেলতে দেখি। আমার মনে হয় মিরাজের মধ্যে পরের সাকিব আল হাসান হওয়ার নির্যাস আছে।

মানবকণ্ঠ/এসএ