Image description

মাত্র তিন ম্যাচ খেলে বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে উড়াল দেয় তানজিদ হাসান তামিম। তাও আবার দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খানের পরিবর্তে। যেই তামিম ইকবালের রয়েছে ৪টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সেইসঙ্গে আছে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান। যা বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ। অনেকের মনে প্রশ্ন জেগেছিল তানজিদ তামিম কি পারবে তামিম ইকবালের যোগ্য উত্তরসূরি হতে?

নিজের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছে। এমনকি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট একটা কথা বলেনি তানজিদ তামিমের পক্ষে। দুই ইনিংসে মোট ২১ রান করেন তিনি। তবে তানজিদ তামিম সেটা বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। জানান দিয়েছে তিনি এসেছেন বাংলাদেশ ক্রিকেটে আরেক তামিম ইকবাল হতে। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে ১২৯ রান করে টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং গোটা জাতিকে যেন বলছে আমার উপর আস্থা রাখতে পার।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। শুধু ৮৪ রান নয়, প্রাপ্তি আছে আরও। তার ব্যাটিংয়ে আপনি খুঁজে পাবেন কোনো শিল্পীর কারুকাজ করার মতো কিছু চোখ জুড়ানো শট। দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৪৫ রান সংগ্রহ করেন। আজ ইনিংসের প্রথম ডেলিভারি ছিল নো বল। পরের ডেলিভারিতেও ওভার স্টেপ করেন রেইস ট্রপলি। কিন্তু এই বলের লেন্থ ভালোভাবেই পড়েছেন তানজিদ তামিম- বাউন্সারে পুল করে সীমানার ওপারে ফেলেছেন। অর্থাৎ ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন এই ওপেনার। তবে সাজঘরে ফিরলেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

দারুণ শুরুর পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তামিম। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার ব্যর্থ হলেও দলকে কক্ষপথেই রেখেছিলেন এই ওপেনার। তবে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্ট্যাম্পে ডেকে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৫ রান। বাঙালির হৃদয়ে মিশে আছে আবেগ-ভালোবাসা। সেই কোটি ক্রিকেট ভক্তরা হয়তো এই তানজিদ হাসান তামিমকে নিয়ে স্বপ্ন বুনা শুরু করে দিয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশের নাম এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই প্রত্যাশা কোটি ক্রিকেট ভক্ত বাঙালির।

মানবকণ্ঠ/এআই