Image description

ইনজুরির কারণে টাইগার শিবিরে জায়গা হয়নি ড্যাসিং ওপেনার তামিম ইকবালের, এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অনেক ভক্ত-সমর্থকরা তামিমকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য অধিনায়ক সাকিব আল হাসানকে অভিযুক্ত করেছেন। সেই সকল সমালোচকদেরকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রকার খোঁচাই দিলেন সাকিব পত্নী শিশির উম্মে আল হাসান।

রোববার (১ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইসিসির একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, 'ওহ ড্যাম (ধুর ছাই) মীরজাফর ওখানে কীভাবে গেলো, নিশ্চিত এটা মিথ্যা।'

সাকিব টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তামিমের বাদ পড়ার বিষয়ে তার কোনো ধরণের ভূমিকাই ছিল না। এমনকি পাঁচ ম্যাচ খেলা কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করার বিষয়েও কিছু জানতেন না বাংলাদেশ অধিনায়ক।

তবুও সামাজিক যোগাযোগমাধ্যম সমূহে তামিম ইস্যুতে সাকিবকে কটাক্ষ করে মন্তব্য করেছেন ভক্তরা। বিভিন্ন তীর্যক মন্তব্য করার সাথে সাথে বিশ্বসেরা অধিনায়ককে 'মীরজাফর' বলতেও কার্পণ্য করেননি তারা। 

এরই মধ্যে ভারত বিশ্বকাপে বর্তমান খেলা ক্রিকেটারদের মধ্যে সেরা ৫ উইকেট শিকারি বোলারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটরে পোস্টারবয় সাকিব। আর সেই তালিকা শেয়ার করে সমালোচকদের 'খোঁচা' দিলেন সাকিব পত্নী।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা তাকে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর মর্যাদা দিয়েছে। ৪৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ১ নম্বরে আছেন অজি পেসার মিচেল স্টার্ক। 

মানবকণ্ঠ/এফআই