Image description

নানা নাটকীয়তার পর অবশেষে হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণা। তবে তার আগেই জানা গেল তামিম ইকবালের বাদ পড়ার খবর। বিশ্বকাপে খেলা হচ্ছে না নিজেকে 'হাফফিট' দাবি করা তামিমের। একই দিনে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাসিফ ইকবালকেও। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম এই নায়ককেও ছাড়তে হলো দায়িত্ব।

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। 

এরপর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত বছরই অবশ্য তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগ ছিল। গত বছর জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ভালো ব্যবহার না পাওয়ার অভিযোগ করেছিলেন ক্রিকেটারদের একাংশ।

নাফীস ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ৩৭ বছর বয়সী সাবেক এই ওপেনার জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।

মানবকণ্ঠ/আরএইচটি