চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদা ইয়াসমিন নামের এক নার্সকে দায়িত্বরত অবস্থায় লাঞ্ছনার অভিযোগ উঠেছে মাসুদ রানা নামের সাবেক এক যুবলীগ নেতার বিরুদ্ধে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নারে এ ঘটনা ঘটে। মাসুদ রানা শিবগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে কর্মরত ছিলেন নার্স ফরিদা ইয়াসমিন। এ সময় ওই নার্সের কাছে ডায়াবেটিসের ওষুধ চান মাসুদ রানা। হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সরবরাহ না থাকায় মাসুদকে ওষুধ দিতে পারনেনি তিনি। এতেই নার্সের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন মাসুদ। পরে মাসুদ তার পায়ের জুতা খুলে ওই নার্সকে মারধরসহ নানাভাবে লাঞ্ছিত করেন। তার মারধরের এক পর্যায়ে ওই নার্স অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত চিকিৎসকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ দেখলে ঘটনাটি পরিষ্কার হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ ব্যাপারে শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ সৌরভ বলেন, মাসুদ বর্তমানে কোনো পদে নেই। তবে পূর্বের কমিটিতে তার নাম ছিল।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Comments