Image description

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কুয়েতে সম্পন্ন হয়ে গেলো বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪)। 

শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হনির্বাচনে প্রেসক্লাবের নতুন কমিটি নির্বাচিত হয়। 

নির্বাচিত নতুন কমিটির সভাপতি- মঈন উদ্দিন সরকার সুমন (সময় টিভি), সহ-সভাপতি- মো. জালাল উদ্দিন (আর টিভি), সহ-সভাপতি- আল আমিন রানা (মাই টিভি), সাধারণ সম্পাদক- আ হ জুবেদ (বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক- মো. হেবজু মিয়া (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক- সাদেক রিপন (৭১ টিভি ও দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক- মহসিন পারভেস (ডিবিসি টিভি), মহিলা বিষয়ক সম্পাদক- নাসরিন আকতার মৌসুমী (জয়যাত্রা), দপ্তর সম্পাদক- আবু বক্কর পাভেল (কাল বেলা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সেলিম হাওলাদার (এসএটিভি), আপ্যায়ন সম্পাদক- মোসারফ হোসেন (চ্যানেল আই), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- জিসান মাহমুদ (জাগো নিউজ), আলোকচিত্র সম্পাদক- কাউসার আহমেদ বিহন (স্বাধীন বাংলা), ক্রীড়া সম্পাদক- শাহ করিম (বাংলার বার্তা), সাধারণ সদস্য- মোহেন আহমেদ, দেবু মজুমদার, সুমন আকুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ২ লাখ ৮০ হাজার প্রবাসী বসবাস করেন। 

প্রবাসী বাংলাদেশিদের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সংবাদকর্মীরা।

 

মানবকণ্ঠ/এফআই