
চরফ্যাশনে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ১৯ মার্চ ২০২৩, ২১:৪৩

ভোলার চরফ্যাশনে ধানক্ষেত থেকে আব্দুল খালেক নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজি বাড়ির পূর্বপাশের ধানক্ষেত থেকে ৪১ বছর বয়সী ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন শশীভূষণ থানা-পুলিশ।
এসময় নিহতের স্ত্রী জাকিয়া বেগম পুলিশের উপস্থিতিতে নিহতের গায়ে থাকা গেঞ্জি ও হাতে -পায়ের নখ দেখে মুঠোফোনে কল দিয়ে স্বামী হিসেবে শনাক্ত করেন তাকে। মৃত আব্দুল খালেক উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের মৃত আজিজ চৌকিদারের ছেলে।
চাঞ্চল্যকর এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে স্বজনরা জানায় এলাকায় জমিজমা ও পারিবারিক একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে তার।
নিহতের স্ত্রী জাকিয়া বেগম জানায়, গত ১৬ই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে বাসা থেকে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শশীভূষণ থানায় শনিবার সন্ধ্যায় একটি নিখোঁজ জিডি করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে সঙ্গীয়ফোর্সসহ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় নিহতের পরনের প্যান্টে দুটি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা ও একটি টস লাইট পাওয়া যায়। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মানবকণ্ঠ/এসএ