
আবু ইউসুফ সুমন’র কবিতা ‘রহমতের নূর’
- ১৯ মার্চ ২০২৩, ১৭:০১

কলুষিত আত্মা নিয়ে চাতক পাখির গান
খুশবু ছড়ায় চতুর্দিকে শাহরু রমাদান।
নেক আমল আর ইবাদতে ব্যস্ত হবো সব
বড়াই করেই ফেরেশতাদের বলবে সেটা রব।
কুরআন, সীরাহ পাঠের সাথে সালাফদেরও বুঝ-
সবার আগে নির্দ্বিধাতেই করতে হবে চূজ।
সুবহে সাদিক থেকে শুরু মাগরিবে শেষ যার
সাহরি খেয়ে সাওম রেখে বরকতের ইফতার!
মুসল্লিতে মসজিদেও জায়গার হবে টান
হৃদয় থেকে আওয়াজ হবে আল্লাহ সুমহান!
লোক দেখানো বন্দেগী নয় জিকির হবে খাস
ফজিলতের বাতাস দিবে আল-কুরআনের মাস!
ঈমান বেড়ে আরশে আজিম সিজদায় হবে পেশ
কেটে যাবে দ্বীন-বিমুখী বৈরী পরিবেশ।
প্রস্তুতি নিই আসছে ঘরে রহমতের নূর
খুশির ঢেউয়ে নাচছে আকাশ পাহাড় সমুদ্দুর।
মানবকণ্ঠ/এসআরএস