manobkantha

পিকআপের ধাক্কায় প্রান গেলো মোটরসাইকেল আরোহীর

যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় আব্দুল খালেক (৪৫) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোহনপুরের বটতলা এলাকার যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাতে কোম্পানির কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন, পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবদুল খালেকের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায়। এ ছাড়া মণিরামপুরের চিনাটোলা কলেজের অফিস সহকারী হিসেবে কাজের পাশাপাশি তিনি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। কাজের সূত্রে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে পৌর শহরে ভাড়া বাড়িতে থাকতেন।

আবদুল খালেকের ভাড়া বাড়ির মালিক সামছুজ্জামান শান্ত বলেন, 'গতকাল শনিবার রাতে কোম্পানির কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন আব্দুল খালেক। পথে মোহনপুরের বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিসান আহম্মেদের বরাত দিয়ে জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, 'পিকআপের ধাক্কায় পড়ে যাওয়ার পর নাক ও কান দিয়ে রোগীর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।'

মানবকণ্ঠ/এফআই