
শালিখায় বিদায় সংবর্ধনা প্রদান
- ১৮ মার্চ ২০২৩, ২০:১৪

মাগুরার শালিখা অফিসার্স ক্লাব এর আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সামসুল আলম এর বদলিজনিত বিদায় এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল।
অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মো. কামাল হোসেন।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভ‚মি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন পরিসংখান কর্মকর্তা মো. নাজমুল হুসাইন ও উপজেলা তথ্য কর্মকর্তা বিথী মন্ডল।
মানবকণ্ঠ/এসএ