manobkantha

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবে না’

নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তা অবিশ্বাস্য এবং তা কেউ অস্বীকার করতেও পারবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ব্যবসা বান্ধব দেশ হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ। বিনিয়োগ বেড়েছে গোটা দেশে শিল্পাঞ্চল গড়ে উঠছে বিভিন্ন এলাকায়।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সরকারী শিশু পরিবারে নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

চেম্বার সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন। এর আগে দিনব্যাপী সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন শেষে বক্তব্য দেন। জেলার ব্যবসায়ী নেতারা এতে উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এসএ