manobkantha

কুবিতে জাতীয় শিশু দিবস পালিত

চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মেডিকেল ক্যাম্প, র‍্যালি, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নং রুমে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে দুপুর ১২টায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনসহ অতিথিরা।

এদিকে বেলা ১১টায় উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জন্মবার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।