manobkantha

‘কবিতা’

‘যেন’

যেন জড়িয়ে পড়ছে দেহ
বৈষয়িক উপাদানে;

যেন ভেতরের শূন্যতা
শূন্য হতে হতে আলোহীন বীভৎসতা
জেঁকে বসছে— ধীরে ধীরে!
যেন ধোঁয়াশা আবর্তিত অবচেতনে
হয়ে উঠছে ম্লান হৃদ্যতা...

কুঁচকে যাচ্ছে অনায়াসে
বহু শতাব্দীর আয়োজন

কাশ্মীরের ফুলগুলো ঝরে পড়ছে।

প্রিয়তমা,
যদি ঝরা ফুল গুঁজে দেই কানে
যদি রক্তপ্লাবিত ঠোঁটে
চুম্বনে ভরিয়ে তুলি বাসর
নিকট অতীতের তলহীন দৃশ্যকাব্যে
ভুলে যাই যদি
ঐতিহাসিক কোনো ঘটনা...

পশ্চিমে হেলে পড়া সূর্যটি
রোপন করছে বহুদূরে
রহস্যময়তা;— আর যদি
সকল পাখির নন্দনকানন
ভস্ম হয়ে যায়...
ভস্ম হয়ে যায়...

লেখা- সাজ্জাদ শাকিল।