manobkantha

পাকিস্তানে হামলাকারী পুলিশের ইউনিফর্মে প্রবেশ করেছিলেন

পাকিস্তানের পুলিশ বলছে, আত্মঘাতী হামলাকারী উচ্চ নিরাপত্তাবিশিষ্ট মসজিদে পুলিশের পোশাক পরিধান করে প্রবেশ করেছিলেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম জাহ আনসারি বৃহস্পতিবার এমন তথ্য জানান।

এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক এই পুলিশ প্রধান বলেন, নিরাপত্তা ক্যামেরা ফুটেজে তারা দেখেছেন, হামলাকারী বিশাল সুরক্ষিত মসজিদ প্রাঙ্গনে মোটরসাইকেলে প্রবেশ করেছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে চেক করেনি। কারণ, তারা ভেবেছিল ওই ব্যক্তি পুলিশ সদস্য।

হামলাকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই আইজিপি বলেন, ওই ব্যক্তি মাস্ক এবং হেলমেট পরিধান করেছিল।

এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলকারী পুলিশ কমপাউন্ডের প্রধান গেটে প্রবেশ করে মসজিদের অবস্থান জানতে চেয়েছিল। দুপুর ১ টা ৪০ মিনিটে যোহরের নামাজ শুরু হলে আত্মঘাতী ব্যক্তি নিজেকে উড়িয়ে দেন। এই ঘটনায় এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন।

পুলিশের ধারণা, আত্মঘাতী ঘটনায় শুধু হামলাকারী ছিলেন না। এর পেছনে একটি নেটওয়ার্ক কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মানবকণ্ঠ/আরএইচটি