manobkantha

সাধারণ মানুষের অবিচল আস্থা ও বিশ্বাসের ঠিকানা বঙ্গবন্ধুকন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: নিখিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতার্তদের মাঝে ঢাকা-১৪ আসনের অন্তর্গত ৭নং ওয়ার্ড ঝিলপাড় বস্তিতে শীতার্ত ১২০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল‌।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য বই তুলে দেয়া, পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রোরেল, কর্নফুলী ট্যানেল, রুপপুর পারমানবিক বিদুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের উচ্চ শিখরে পৌঁছে দেয়াটা কি প্রধানমন্ত্রীর অপরাধ?'

তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রী সমাজের অস্বচ্ছল মানুষদের সবসময় খোঁজ রাখেন এবং তাদের ভালোবাসেন।'

বিএনপির সমালোচনা করে নিখিল বলেন, বিএনপি জামায়াত দেশ ও জাতির শক্র; তারা দেশের মানুষের ভালো চায় না, শুধু সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত‌। আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি , থাকব। সাধারণ মানুষের অবিচল আস্থার ও বিশ্বাসের ঠিকানা বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসীকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রানী চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, শাহ আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এজাজ আহম্মেদ স্বপন, মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝুমা আক্তার ও সাধারণ সম্পাদক রুমা আক্তার, মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বশির আহম্মেদ এবং ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রুবেল সর্দারসহ অন্যান্যরা।