
মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু
- ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে দলটির গণ পদযাত্রা শুরু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। মালিবাগ কাঁচা বাজারের সামনে গিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে বেলা একটার পর থেকেই দলটি নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে কমলাপুর এলাকায় এসে জড়ো হতে থাকে।
গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়।
পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত রয়েছেন- বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, রবিন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, আ ন ম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী মোঃ নাজিম, আকবর হোসেন নান্টু, মোঃ ফরহাদ হোসেন, কোতোয়ালি থানা বিএনপির আনোয়ারুল আজিম, চকবাজার থানা বিএনপির হাজী শফিকুল ইসলাম রাসেল, সবুজবাগ থানা বিএনপির মোঃ আশরাফুল রহিম, লিটন খান, নিউমার্কেট থানা বিএনপির এ্যাড মকবুল হোসেন সরদার, সেলিম হোসেন রাজু, মুগদা থানা বিএনপির নাজমুল হোসেন প্যারট, শ্যামপুর থানা বিএনপির ইমতিয়াজ আহমেদ টিপু, এ্যাড. এ এইচ এম রেজয়ানুল সাঈদ, কদমতলী থানা বিএনপির রবিউল ইসলাম দিপুসহ প্রমুখ।
এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এরপর সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলি থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
মানবকণ্ঠ/এফআই