
সীতাকুন্ডে মোটরসাইকেল'র ধাক্কায় যুবকের মৃত্যু
- ৩০ জানুয়ারি ২০২৩, ২১:১৯

চট্টগ্রামের সীতাকুন্ডে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়াা গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় মো.রাসেল ওরফে সালাউদ্দিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের দক্ষিণ মাহামুদাবাদ (নড়ালিয়া) এলাকার মৃত মুনছুর আহাম্মদের পুত্র।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড নড়ালিয়া পিএইচপি গেট এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসা চট্টগ্রামমুখী মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় রাসেলকে। এতে সে মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ ফুট দুরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতবস্হায় স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
সীতাকুন্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,"পিএইচপি নড়ালিয়া মহাসড়কে চট্টগ্রামমুখী লেইনে একটি বেপরোয়া মোটর সাইকেল পথচারী যুবককে সজোরে ধাক্কা দিলে সে সড়কের প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। আহতাবস্থা স্হানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের অনুরোধে আমরা লাশটি হস্তান্তর করেছি।"
মানবকণ্ঠ/আরএইচটি