manobkantha

কাফরুলে মাথায় ইট পড়ে স্কুলছাত্র আহত

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৪ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মো. তাহা (০৯) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

আহত তাহার বাবা মো. তপু জানান, তাহা একটি স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। দুপুরে সে বাসার সামনে খেলা করছিল। পাশেই নির্মাণাধীন ভবনে কাজ চলছিল। হঠাৎ উপর থেকে একটি ইট এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তাহা কাফরুলের মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকেন। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের ১৪ নম্বর এলাকায় মাথায় ইট পড়ে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

মানবকণ্ঠ/আরএইচটি