manobkantha

বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ বাতিল করলো ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে। মূল মঞ্চে মাঠে নামার আগে ইংলিশ ক্রিকেটারদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এজন্য সফরকারীদের সফর পিছিয়ে গেছে চারদিন।

এ খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম যেটা সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে, কোন প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

২০ ফেব্রুয়ারি ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা ছিল। চারদিন পিছিয়ে তারা ঢাকায় পা রাখবে ২৪ ফেব্রুয়ারি। প্রস্তুতি ম্যাচগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি বিকেএসপিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুটি ম্যাচই তারা বাতিল করেছে।

দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। এরপর হবে টি-টোয়েন্টি। ১ ও ৩ মার্চ মিরপুর শের–ই-বাংলায় হবে দুই ওয়ানডে। শেষ ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রামে।

মানবকণ্ঠ/এফআই