manobkantha

বাহুবলে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ

হবিগঞ্জের বাহুবলে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। রবিবার ২৯ জানুয়ারি সকালে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চাইরা নামক স্থানে রেললাইনের পাশে এ লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যুবকটির বয়স আনুমানিক ৩০ বছর।

পরে স্থানীয়রা বাহুবল মডেল থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে খবর দেয়। বেলা দেড়টা এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

স্থানীয়দের ধারনা রাতের কোন এক সময় হয়তো ট্রেন থেকে লেকটি পড়ে গিয়েছিল। বেলা দেড়টা খবর পেয়েও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেনি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানিয়েছে, রেলের পাশে লাশ পড়ে আছে সেটা আমাদের না, তারপরও পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বাহুবল মডেল থানা পুলিশ জানায়, লাশটি রেলওয়ে পুলিশ উদ্ধার করবে।