
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকায় গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক-উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৩০)।
স্থানীয়রা জানান, বিকেলে ওই শ্রমিক শালপাড়া বাজারে একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল কাটার সময় অসাবধানতায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা ছুঁটে এসে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।