
রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়লো বার্সার
- ২৯ জানুয়ারি ২০২৩, ১৪:৩৫

আগে থেকেই ৩ পয়েন্ট এগিয়ে ছিলো তারা রিয়াল মাদ্রিদের চেয়ে। শনিবার রাতে জিরোনার মাঠে গিয়ে কষ্টার্জিত ১-০ গোলের জয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নিলো বার্সেলোনা। রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন তাদের ৬। যদিও রিয়াল একটি ম্যাচ কম খেলেছে বার্সার চেয়ে।
শনিবার রাতে জিরোনার মাঠ মিউনিসিপ্যাল ডি মন্টিলিভিতে খেলতে গিয়ে হোঁচটই খেতে যাচ্ছিল কাতালানরা। দ্বিতীয়ার্ধে গিয়ে কোনোমতে পেদ্রির একমাত্র গোলে মান রক্ষা হয় তাদের। পূর্ণ তিন পয়েন্টও অর্জিত হয় ওই এক গোল থেকে।
লা লিগায় বার্সা আগের ম্যাচে গেটাফের বিপক্ষেও জিতেছিলো একমাত্র গোলে এবং সেই একমাত্র গোলটির পেছনের ব্যক্তিও ছিলেন পেদ্রি। জিরোনোর বিপক্ষে এই ম্যাচেও বার্সার ত্রানকর্তা হিসেবে দেখা দিলেন তিনি।
ম্যাচের ৬১তম মিনিটে একমাত্র গোলটি করেন পেদ্রি। তার এই এক গোলের জয়ে লা লিগায় টানায় ৮ ম্যাচে জয় পেলো বার্সা।
প্রথমার্ধে অনেকগুলো সুযোগ পেয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড়রা। কিন্তু সুবর্ণসুযোগগুলো তারা কাজে লাগাতে পারেননি। ১৪ মিনিটেই জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগার দারুণ এক পরীক্ষা নিয়েছিলেন ওসমান ডেম্বেলে। কিন্তু এ পরীক্ষায় পাশ করে যান গাজ্জানিগা। এর ১১ মিনিট পরই ইনজুরিতে পড়ে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন ডেম্বেলে।
পুরো ম্যাচে যে সব সুযোগ কাতালানরা পেয়েছিলো তার একটিমাত্র কাজে লাগাতে সক্ষম হয় তারা। ৬১তম মিনিটে ডান পাশ থেকে বল নিয়ে উঠে আসেন জর্দি আলবা। কয়েকজনকে কাটিয়ে তিনি আলতো করে বক্সের সামনে বলটি ঠেলে দেন পেদ্রির উদ্দেশ্যে। সেই বলটিকেই অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে দেন পেদ্রি।
তিন মিনিট পরই সমতা ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন জিরোনার আরনাউ মার্টিনেজ। কিন্তু তার প্রচেষ্টা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সার সলিড ডিফেন্স, যারা এই মৌসুমে মাত্র ৬টি গোল হজম করেছে, ম্যাচের বাকি সময় আর জিরোনাকে ডিফেন্সেই বল নিয়ে প্রবেশ করতে দেয়নি।
ম্যাচের পর বার্সা ডিফেন্ডার হুলেস কৌন্দে বলেন, ‘আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম, এই ম্যাচটি যে কোনো উপায়ে আমাদের জিততেই হবে।’
ম্যাচ শেষ হওয়ার খানিক আগে লাল কার্ড দেখেন জিরোনার কোচ মিকেল। জিরোনাকে একটি ফ্রি কিক না দেওয়ার তীব্র প্রতিবাদ করেছিলেন জিরোনার কোচ। রেফারির সিদ্ধান্তে তীব্র অসন্তোষ দেখানোর কারণে তাকে লাল কার্ড দেয়া হয়।
মানবকণ্ঠ/এফআই