
আসছে দেবাশীষ বিশ্বাসের নতুন ছবি
- ২৮ জানুয়ারি ২০২৩, ২১:০৩

নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন দেবাশীষ বিশ্বাস। বরাবরের মত এবাও কমেডি ছবি বানাবেন তিনি। নাম 'তুমি যেখানে আমি সেখানে'।
'তুমি যেখানে আমি সেখানে সেকি জানোনা/ একই বাঁধনে বাঁধা দু’জনে ছেড়ে যাব না...' কথামালায় সাজানো গানটি আশির দশকের 'নাগ পূর্ণিমা' সিনেমার। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য গানটি গেয়েছিলেন প্লেব্যাক সম্রাট প্রয়াত এন্ড্রু কিশোর। পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছেন সোহেল রানা। সেই গান থেকেই রাখা হয়েছে চলচ্চিত্রটির নাম।
শুক্রবার ছিল দেবাশীষের জন্মদিন৷ এদিন মা, স্ত্রী ও পুত্রসহ এক বর্ণিল অনুষ্ঠানে হাজির হয়ে কেক কেটে ঘোষণা করলেন তার নতুন সিনেমাটির নাম। জানালেন, নিজের প্রিয় গান থেকে অনুপ্রাণিত হয়েই 'তুমি যেখানে আমি সেখানে' শিরোনামের সিনেমাটি বানাতে চলেছেন তিনি।
রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমার নাম উন্মোচন করেন দেবাশীষ বিশ্বাস৷ সেখানে তিনি জানান, ছবিটি নির্মাণ হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে৷ এর প্রযোজনা করবেন সালমান চৌধুরী, সহ প্রযোজনায় আছেন নীলা চৌধুরী ও নাসিম চৌধুরী। মে মাসে শুরু হবে ছবিটির শুটিং। চলছে চিত্রনাট্য তৈরির কাজ।
দেবাশীষ জানান, তার ছবির প্রধান নায়ক-নায়িকা বা আকর্ষণ এর গল্প। বরাবরের মতো এবারেও তিনি ছবিটি তৈরি করবেন রোমান্টিক কমেডি। তিনি মনে করেন, কমেডি ঘরানার ছবি নির্মাণে তার আলাদা স্বাতন্ত্র্য রয়েছে এবং এখানে তার বিশেষ আগ্রহও আছে। তাই ক্যারিয়ারের শুরু থেকেই কমেডি ধাঁচের গল্পে সিনেমা করেন তিনি৷ সঙ্গে থাকে রোমান্স ও পারিবারিক নাটকীয়তা৷
'তুমি যেখানে আমি সেখানে' ছবির নায়ক-নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রের শিল্পী তালিকা প্রস্তুত করেছেন দেবাশীষ বিশ্বাস। তার ছবিটিতে অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ আরও অনেকেই। ছবিটিতে গান লিখবেন সুদীপ কুমার দীপ।
মানবকণ্ঠ/এফআই