manobkantha

কর্ণফুলীতে ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে মোছাম্মৎ খুরশিদা আকতার (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য দুই হাত ও এক পায়ের রগ কেটে দেয়া গ্রেপ্তারকৃত স্বামী মোহাম্মদ এয়াকুবের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল পাঁচটায় উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকায় মানববন্ধনে অংশ নেন খুরশিদার স্বজনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশু। তারা ফেস্টুন ও ব্যানার হাতে এয়াকুবের ফাঁসির দাবিতে শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ওয়াজেদিয়া জামে মসজিদের সভাপতি জয়নাল আবেদীন, শাহানাজ বেগম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, আহতের ভাই জানে আলম, নুরুল আবছার, মামুনুর রশীদ, দিদারুল আলমসহ স্থানীয়রা।

গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চাঁনপুর প্রধান সড়কের পাশে একটি জঙ্গলে আহত অবস্থায় খুরশিদা আকতারকে উদ্ধার করে স্থানীয়রা। এসময় ঘাতক স্বামী মোহাম্মদ এয়াকুবকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

শনিবার বিকেলে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পারিবারিক কলহের জের ও যৌতুকের দাবিতে খুরশিদা আকতারের হাত-পা কেটে দেয় বলে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মানবকণ্ঠ/এমআই