manobkantha

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে অবস্থিত ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে ক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ.আর মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি সামসুল আলম, কলাপাড়া থানার ওসি মো. জসিম, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এসকে রঞ্জন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য মো. ওমর ফারুক। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মানবকণ্ঠ/এমআই