
`সেচ মৌসুমে থাকবে না লোডশেডিং'
- ২৭ জানুয়ারি ২০২৩, ১২:২৭

জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আসছে সেচ মৌসুমে তেমন লোডশেডিং থাকবে না, বিদ্যুতের দাম পর্যায়ক্রমে সমন্বয় করা হবে।
শুক্রবার (২৭ জানুয়ারি) ১৪তম ডিআরএমসি জাতীয় বিজ্ঞান কার্নিভাল ২০২৩-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এছাড়া ভোলার গ্যাস পাইপ দিয়ে বরিশাল হয়ে জাতীয় গ্রীডে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন নসরুল হামিদ।
এর আগে, গত ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বিদ্যুৎ ভবনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুমে অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সার্বিক সমন্বয়ের মাধ্যমে তদারকি জোরদার করতে পারলে কৃষকেরা উপকৃত হবেন। রক্ষণাবেক্ষণের নামে যেন অহেতুক সময় নষ্ট করা না হয়।
তিনি আরও বলেন, চাহিদার সঙ্গে সমন্বয় রেখে উৎপাদনও বাড়ানো হচ্ছে। কৃষকেরা সেচের সময় পিক ও অফ পিক আওয়ার মেনে চললে ভালো ফল পাওয়া যাবে। এ সময় পিডিবির চাহিদামতো প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। বিপিসিকে চাহিদার অতিরিক্ত ফার্নেস অয়েল কেনার বিষয়ে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এছাড়া গত ২৩ জানুয়ারি ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়ার খবর জানা যায়। পাশাপাশি এই কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানানো হয়।