
ইউক্রেনে আব্রামস পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- ২৫ জানুয়ারি ২০২৩, ১০:৪৯

ইউক্রেনে আমেরিকান সহায়তার পরবর্তী বড় পদক্ষেপকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ আইন প্রণেতা। রাশিয়ার আগ্রাসনের মোকাবেলায় এম-ওয়ান আব্রামস ট্যাংক পাঠানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে তারা হোয়াইট হাউজকে উৎসাহিত করেছেন।
এদিকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক ইউক্রেনের পাঠানোর বিষয়ে অবশেষে সম্মত হয়েছে জার্মানি।
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধিত্বমূলক এক সফর শেষে ইউক্রেন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, 'আধুনিক যুদ্ধের ইতিহাসে খুব কম দেশই ট্যাংকের ওপর নির্ভরশীল হয়েছে। ইউক্রেনীয়দের ইতোমধ্যে তিন শতাধিক ট্যাংক দেওয়া হয়েছে, যেগুলো যেকোনও রকম অস্ত্রের দক্ষতা দেখানোর পাশাপাশি, এর সর্বাধিক সুবিধা প্রাপ্তির ক্ষমতা রাখে।' খবর রয়টার্সের
জেট ফুয়েলে এম-ওয়ান আব্রামস ট্যাংক চালানোর অসুবিধা সত্ত্বেও, বাইডেন প্রশাসন ইউক্রেনে ট্যাংকগুলো পাঠানোর বিষয়ে চিন্তা করছে। তারা আশা করছেন ট্যাংকগুলো পাঠানো হলে, জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক পাঠানোর সম্ভাবনাকেও বাড়িয়ে তুলবে।