manobkantha

২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি

চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সোমবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ।

সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।

বৈঠকে এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এ্যাড.এসএম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরএইচটি