
অবৈধভাবে আনা গ্রিভেট বানরের ঠাঁই হল সাফারি পার্কে
- ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উদ্ধার হওয়া ৪টি গ্রিভেট বানরের ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বনপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।
তিনি জানান, গত রোববার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার দেশ মালি থেকে একটি কার্গো বিমানে করে গ্রিভেট বানর বাংলাদেশে নিয়ে আসে আবু বকর নামের এক ব্যক্তি। প্রাণীগুলোকে অবৈধ ভাবে আমদানি করায় কাস্টমস্ কর্তৃপক্ষ বানরগুলোকে জব্দ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে হস্তান্তর করে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের কাছ থেকে চারটি কেপোসিড মানকি বুঝে নেয়া হয়েছে। বর্তমানে বানরগুলোকে পার্কের কোয়ারিন্টাইনে রাখা হয়েছে। নতুন পরিবেশে প্রাণীগুলোকে রেখে বিশেষ যত্ন নেয়া হচ্ছে।
মানবকণ্ঠ/এমআই