
তীব্র শীত উপেক্ষা করে বোরো আবাদে ব্যস্ত চাষীরা
- ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:১৫

কুড়িগ্রামের উলিপুরে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ইরি-বোরো ধানের চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষানী।
সরেজমিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে যমুনা এলাকার কয়েকটি মাঠে কৃষকের এই ব্যস্ততার চিত্র দেখা যায়। অনেকেই তীব্র শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তুলছেন। আবার কেউ পাওয়ারটিলার দিয়ে চষে জমি তৈরি করছেন। শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ, জমির আইল নির্মাণ, সেচ ও চারা রোপণ। এ যেন মাঠে মাঠে কৃষকদের ঈদ আনন্দ চলছে। কেউ জমিতে সার, গোবর দিচ্ছেন। আবার কেউ জমির আগাছা বাছাই করছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন উলিপুরের মাঠে মাঠে। কর্মব্যস্ত কৃষক ও শ্রমিকেরা মাঠেই খাচ্ছেন দুপুরের খাবার।
উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের কৃষক মাইদুল ইসলাম জানান, লোকমুখে দেশে বৈশ্বিক মন্দার কথা শুনেছি। তাই, আবাদী জমি সহ খাল-বিলেও ইরি-বোরো ধানের চারা লাগাইতেছি। দেশে সার ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শ্রমিকদের মজুরীও বেড়েছে। কৃষিবান্ধব এই সরকারের কাছে ধানের ন্যায্য মূল্যের দাবি করেন কৃষকেরা।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ২২ হাজার ৮শ' ৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮৫ হেক্টর জমিতে চারা রোপন করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড-৫ শ' হেক্টর, উচ্চ ফলনশীল (উফশী) ৪শ' ৫০ হেক্টর, স্থানীয় ১শ' ৩৫ হেক্টর। আবহাওয়া জনিত কারণে প্রতিবছর বীজতলা কমবেশি নষ্ট হয়।
তিনি বলেন, এ বছর বীজতলায় তেমন ক্ষতি হয়নি। আশা করি বোরো ধানের চারা সংকট বা ঘাটতি হবে না।
মানবকণ্ঠ/এমআই