manobkantha

শেরপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

বগুড়ার শেরপুরের চান্দাইকোনা-ভবানীপুর সড়কের উদগ্রাম এলাকায় মুখোশধারী ডাকাতেরা সোমবার (২৩ জানুয়ারি) রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল আরোহী উবার কর্মী মো. রুমিনের (৩০) পথরোধ করে রশি দিয়ে হাত-পা বেঁধে টাকা ও মোবাইল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, নাটোর জেলার সিংড়া উপজেলার হাতিগাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রুমিন ঢাকা শহরে উবারের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সোমবার দুপুরে মোটরসাকেল নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। রাত পৌনে ১১টার দিকে বগুড়ার শেরপুরের চান্দাইকোনা-ভবানীপুর আঞ্চলিক সড়কের উদগ্রাম এলাকায় পৌঁছালে পূর্বে থেকে মুখোশ পরা দেশীয় অস্ত্রে স্বজ্জিত ৪ জন ডাকাত রাস্তার উপর গাছ কেটে ফেলে পথরোধ করে রুমিনকে রশি দিয়ে হাত-পা বেঁধে রাস্তার ওপর ফেলে দিয়ে তার কাছে থাকা ৯ হাজার ৮০০ টাকা ও একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে নেয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, দস্যুতার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/এমআই