manobkantha

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত খুলনার

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ডমিনেটর্স আর খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে খুলনার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। অর্থাৎ নাসির হোসেনের ঢাকা প্রথমে ব্যাটিং করবে।

দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে খুলনা। ৫ ম্যাচের দুটি জিতে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে ৭ ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে ঢাকা।

খুলনা একাদশ

তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।

ঢাকা একাদশ

উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আমির হামজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ।

মানবকণ্ঠ/এফআই