
ইভিএম প্রকল্প বাতিলের কারণ জানালেন প্রধানমন্ত্রী
- ২৪ জানুয়ারি ২০২৩, ১৪:১৪

নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্প আর্থিক কারণে বাতিল করা হয়নি বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের খাদ্য ও চিকিৎসা সহায়তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনগণকে অর্থনৈতিকভাবে সক্ষম করতে কাজ করছে বর্তমান সরকার।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অপ্রয়োজনীয় খরচের বিষয়ে সর্তক থাকার আহ্বানও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়াতে হবে।
জেলা প্রশাসকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, শুধু চাকরি নয় জনসেবাও করতে হবে।
গুজব প্রতিরোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংসহ জেলা প্রশাসকদের ২৫ দফা নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসকের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে। এ বছর সবচেয়ে বেশি প্রস্তাব পাওয়া গেছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভাগ থেকে। এ মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাব ২৩টি। এরপর ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত ১৫টি ও পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত ১৩টি, সুরক্ষা সেবা বিভাগ সংক্রান্ত ১১টি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত ১০টি প্রস্তাব পাওয়া গেছে।
এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যঅধিবেশন রয়েছে ২০টি।