manobkantha

১৫ পয়েন্ট হারিয়ে বিপাকে জুভেন্টাস

আর্থিক অনিয়মের কারণে ১৫ পয়েন্ট হারিয়েছে সিরি আ’র জায়ান্ট ক্লাব জুভেন্টাস। এমন অবনমনের পরও জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির কাছে বিষয়টি যেন স্বাভাবিক।

অ্যালেগ্রির মনোযোগ এখন সামনের ম্যাচের দিকে। আজ রবিবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে আটালান্টার মুখোমুখি হবে ওল্ড লেডিরা। অ্যালেগ্রির নজর এখন এই ম্যাচের তিন পয়েন্টের দিকে।

পয়েন্ট হারানো নিয়ে অ্যালেগ্রির উত্তর, ‘কিছুই না, আমাদের এখনও পয়েন্ট করতে হবে। আমাদের আগামীকাল জিততে হবে কারণ এটি আমাদের অষ্টম স্থানে নিয়ে আসবে। তারপরে আমাদের ইউরোপা লিগ, কোপা ইতালিয়া… আমাদের সেরাটা করতে হবে।’
তিনি বলেন, ‘আগামীকাল (আজ রাতে) একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, গতকাল যা ঘটেছে তার পর এটি একটি বিশেষ ম্যাচ। আমাদের সবাইকে একসঙ্গে সামনে এগিয়ে যেতে হবে, এখন যা আছে তা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের শুধু মাঠের খেলা নিয়ে ভাবতে হবে’-এভাবেই বলেছেন অ্যালেগ্রি।

মানবকণ্ঠ/আরএইচটি