
ইবিতে ‘ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মানববন্ধন
- ২১ জানুয়ারি ২০২৩, ১৮:৪১

শ্রেণিকক্ষ সংকটের কারণে ক্লাস পরিক্ষা বর্জন করে মানবন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। পরে শ্রেণিকক্ষ বরাদ্দসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালে বিভাগের যাত্রা শুরু হলেও এখন পর্যন্ত আমাদের কোন শ্রেণিকক্ষ বরাদ্দ দেয়া হয়নি। যা আমাদের পড়াশোনায় প্রতিবন্ধকতার কারণ। এতদিন আমরা আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষ ধার নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে এসেছি।
এছাড়া আমাদের পরীক্ষাসমূহ বিভিন্ন ভবনে গিয়ে দিয়ে আসতে হয়েছে। এতোদিন মীর মশাররফ ভবনের নির্মাণাধীন ফ্লোরে আমাদের রুম বরাদ্দ দেয়ার আশ্বাস দিলেও এখন তা অন্য বিভাগকে দেয়ার চেষ্টা চলছে। আমরা ঐ ফ্লোরের দুইটি ব্লকে আমাদের বিভাগের জন্য বরাদ্দ দেয়ার দাবি জানাচ্ছি।
এসময় বিভাগের প্রায় তিনশত শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়। এর আগে শ্রেণিকক্ষ দখল করতে যাওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বিভাগটির সভাপতি সহকারি অধ্যাপক সাহিদা আখতার বলেন, আমাদের বিভাগটির প্রতিষ্ঠা থেকেই একটি মাত্র শ্রেণিকক্ষ রয়েছে। বর্তমানে ৪৬০ জন শিক্ষার্থীর পক্ষে একটি শ্রেণিকক্ষে ক্লাস করা সম্ভব নয়। তাই তারা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছে। আমি তাদের অনেক বুঝানোর চেষ্টা করেছি ক্লাসে ফিরে আসার জন্য কিন্তু তারা কর্ণপাত করেনি। প্রশাসনের নিকট আমাদের আবেদন তারা তাড়াতাড়ি শিক্ষার্থী বান্ধব একটি সিদ্ধান্ত নিবে বলে আশা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ভবনটির চতুর্থ তলার কাজ চলমান রয়েছে। এখনো ঠিকাদাররা আমাদেরকে বুঝিয়ে দেয়নি। বুঝিয়ে দিলে আমরা বরাদ্দের বিষয়ে দেখবো। তারা কেন এমনটি করছে আমি জানিনা।
মানবকণ্ঠ/এমআই